সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৫, ২০২৪
১০:০০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৫, ২০২৪
১০:১০ অপরাহ্ন
শিক্ষার্থীদের গণ আন্দোলনের মুখে গণঅভ্যুত্থানের মাধ্যমে ‘স্বৈরাচারী শেখ হাসিনা সরকারে’র পতন ঘটনায় ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতা ও সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। পাশাপাশি সকল ধরণের নৈরাজ্য ও লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে ফয়সল চৌধুরী বলেন, ‘ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচারী শেখ হাসিনার শাসন থেকে মুক্ত হয়েছে। জনগণ যখন এই বিজয় উৎযাপনে রাস্তায় নেমে এসেছেন তখন েএক শ্রেণীর দুর্বৃত্তরা সরকারি প্রতিষ্ঠান, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, বাসাবাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মতো ঘৃণ্য কাজে লিপ্ত হয়েছে। এতে করে মহান এই অর্জন ম্লান হচ্ছে। আমি আমার দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানাবো- আপনারা এই নৈরাজ্য, অরাজকতা ও লুটপাটের বিপক্ষে রুখে দাঁড়ান। মানুষের পাশে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখুন।’
তিনি সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘স্বৈরশাসনে নিষ্পেষিত মানুষের মুক্তির আনন্দ যাতে কোনোভাবে মলিন না হয় সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখুন। কারও বাড়িতে হামলা, কোনো দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান যাতে হামলা ও লুটের শিকার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখুন। জনগণের নিরাপত্তা নিশ্চিতে তাদের পাশে দাঁড়ান।’
এএফ/১৪