সিলেট মিরর ডেস্ক
                        আগস্ট ০৭, ২০২৪
                        
                        ০৯:৩১ অপরাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ০৭, ২০২৪
                        
                        ০৯:৩৭ অপরাহ্ন
                             	
                        
            
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি।
আজ বুধবার (৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হাজারও শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে কালিমা লেপন করতে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ কিংবা কোন পরিচয়ে কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে সবার আগে সেটি নিশ্চিত করতে হবে।
এএফ/১৪