ন্যায়বিচারের মূল্যবোধ নষ্ট করা হয়েছে : প্রধান বিচারপতি

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১২, ২০২৪
০১:৩৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২৪
০১:৩৮ অপরাহ্ন



ন্যায়বিচারের মূল্যবোধ নষ্ট করা হয়েছে : প্রধান বিচারপতি


ন্যায়বিচারের মূল্যবোধকে বিগত বছরগুলোতে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ সোমবার (১২ আগস্ট) সকালে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

এ সময় প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচারবিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। 

প্রধান বিচারপতি বলেন, ছাত্র-জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে।

সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবো।

তিনি আরো বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ন্যায় বিচার নিশ্চিতে কাজ করব।

এদিকে ৮ দিন পর কার্যক্রম শুরু হলো সুপ্রিম কোর্টের। নতুন করে গঠিত হাইকোর্টের ৮টি বেঞ্চ বসার কথা রয়েছে।

আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে উঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।


এএফ/০৮