নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২৪
০২:২৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ৩১, ২০২৪
০৯:১৭ অপরাহ্ন
সিলেট কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করা ফজল আমিন (৫৮) নামে এক হাজতি হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় কারাগারের শিমুল ভবনের নিচ তলার ২ নম্বর মানসিক ওয়ার্ডের বাথরুমের অজুখানার অংশের দেয়ালের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ফজল। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের ডিআইজি প্রিজনস মো. ছগির মিয়া।
নিহত ফজল আমিন সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার নিশ্চিন্তপুর গ্রামের দৃমন খাঁর ছেলে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জেল কর্তৃপক্ষের দাবি।
জানা যায়, ফজল আমিনকে গত ৩ আগস্ট সুনামগঞ্জ থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তার মানসিক অবস্থা খারাপ থাকায় তাকে চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়।
তিনি শুক্রবার বিকালে কারাগারে নিজের পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে কারাগার কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘কারাগারে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করা ফজল আমিনকে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করা হয়। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
সিলেটের ডিআইজি প্রিজন্স মো. ছগির মিয়া বলেন, সিলেট কেন্দ্রীয় কারাগারে গলায় লুঙ্গি পেঁচিয়ে এক হাজতি আত্মহত্যার চেষ্টা চালালে তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগেও চলতি বছরের ৩ জুন সিলেট কেন্দ্রীয় কারাগারে ইউনুস আলী নামের আরেক হাজতি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী ও একজন সহকারী হেড ওয়ার্ডকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
এএফ/০২