কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৪
০২:৩৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ৩১, ২০২৪
০৩:০৭ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রেলওয়ে এলাকায় ঘুরতে এসে এক বন্ধুর হাতে আরেক বন্ধু খুন হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ভোলাগঞ্জ সাদাপাথর সংলগ্ন সীমান্তবর্তী কমলাছড়ায় এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনার খবর পেয়ে বিকাল ৪টায় নিহতের লাশ উদ্ধার করে। নিহতের পুরো পরিচয় জানা না গেলেও তার নাম বাপ্পি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাপ্পি ও তাজ উদ্দিন শুক্রবার সাদাপাথর এলাকায় বেড়াতে আসেন। সেখান থেকে তারা সীমান্তবর্তী কমলাছড়ায় যায়। সেখানে গিয়ে টাকা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় তাজ উদ্দিন পাথর দিয়ে বাপ্পির মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে সে নিজেই স্থানীয় বিজিবি ক্যাম্পে গিয়ে হত্যার বিষয়ে জানায়। এর আগে তারা এক সপ্তাহ শাহজালাল মাজারে ছিল। সেখান থেকে এসেছিল সাদাপাথর। বাপ্পির পরিচয় পাওয়া না গেলেও হত্যাকারী তাজ উদ্দিনের পরিচয় পাওয়া গেছে। সে সুনামগঞ্জের তাহিরপুরের বলাইকান্দী গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, ‘হত্যাকান্ডের সঙ্গে জড়িত তাজ উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনানুযায়ী আইনী ব্যবস্থা করা হবে।’
কেএ-০১/এএফ-০৪