সিলেট মিরর ডেস্ক
                        সেপ্টেম্বর ০৩, ২০২৪
                        
                        ০৫:২৭ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২৪
                        
                        ০৫:২৭ পূর্বাহ্ন
                             	
                        
            
    ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। গোয়েন্দা পুলিশ সূত্রে বিষয়টি জানা গেছে।
গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে কাফির বিরুদ্ধে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে আব্দুল্লাহিল কাফির পালিয়ে যাওয়ার খবর পায় ডিবি পুলিশ। এরপর দিনভর নানা নাটকীয়তার পর শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করতে সমর্থ হয় ডিবির একটি দল।
এএফ/০১