পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৬ সেপ্টেম্বর

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৪, ২০২৪
০৯:০১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২৪
০৫:৩৭ অপরাহ্ন



পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৬ সেপ্টেম্বর


দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ জন্য বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। তাই আগামী ১৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) সোমবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ মহানবীর (সা.) জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এদিনেই রাসুল (সা.) ইন্তেকালও করেন।

সেই হিসাবে আগামী ১৬ সেপ্টেম্বর ১২ রবিউল আউয়াল। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর (সা.) দিন সাধারণ ছুটি।



এএফ/০৮