সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৪, ২০২৪
১০:১৫ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২৪
১০:১৫ অপরাহ্ন
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার।
এ উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাদ আসর হযরত শাহজালাল (র.) এর দরগাহ মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট মহানগর বিএনপি।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক বিবৃতিতে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডের নেতৃবৃন্দসহ মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এএফ/১০