নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ০৬, ২০২৪
০৩:৫৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২৪
১২:৫৫ অপরাহ্ন
প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। গতকাল বৃহস্পতিবার সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর প্রকৌশলী মু. তানভীর হায়দারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১১ কেভি আম্বরখানা ফিডারের আওতাধীন রাজারগল্লি, পায়রা, দর্শরদেউড়ি, সুবিদ বাজার, ফাজিলচিস্ত (আংশিক), দস্তিদার পুকুরপাড়, নূরানী, বনকলাপাড়া ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। এদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত নগরের এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বলেও জানানো হয়।
কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
গ্রাহকদের সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।