নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ০৬, ২০২৪
০৫:২৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২৪
০১:৩২ অপরাহ্ন
সিলেট নগরের মিরাবাজারে র্যাব-৯ এর অভিযানে অস্ত্র, গুলি ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হেয়ছে। তবে এ ঘটনায় কাউকে আকট করা যায়নি।
আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নগরের মিরাবাজার আগপাড়া এলাকার রাজিব নামে এক ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, নয় রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও কিছু ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় রাজিব হোসেনকে (৩০) পাওয়া যায়নি।
রাজিব সিলেট সদরের যতরপুর এলাকার আলী মিয়ার ছেলে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, র্যাবের উপস্থিতি টের পেয়ে রাজিব পালিয়ে যায়। অস্ত্র উদ্ধার করা গেলেও তাকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার হওয়া অস্ত্র আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে সিলেট নগরের আওতাধীন পুলিশ ফাদি থেকে লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে। অস্ত্রটির বিষয়ে যাচাই-বাছাই চলছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মশিউর রহমান সোহেল।