সিলেটের কোর্ট পয়েন্টে সংঘর্ষ, হামলা, অসংখ্য অটোরিকশা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১২, ২০২৪
০২:৪৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২৪
০১:৫৯ পূর্বাহ্ন



সিলেটের কোর্ট পয়েন্টে সংঘর্ষ, হামলা, অসংখ্য অটোরিকশা ভাঙচুর

সিলেটের কোর্ট পয়েন্টে হামলা ও সংঘর্ষের সময় উল্লেখযোগ্য সংখ্যক সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ও উল্টে ফেলা হয়। ছবি- গৌতম চৌধুরী


সিলেট নগরের কোর্টপয়েন্ট এলাকায় ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় উল্লেখযোগ্য সংখ্যক সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের সামনে রাস্তায় অটোরিকশা পার্কিং ও যাত্রী উঠানো-নামানো নিয়ে বেশ কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মার্কেটের সামনে একটি অটোরিকশা যাত্রী নামিয়ে ভাড়া নিতে গেলে ব্যবসায়ীরা গাড়ি সরাতে বলেন। এসময় ওই অটোচালক ও ব্যবসায়ীদের বাকবিতন্ডা শুরু হলে কয়েকজন অটোচালক জড়ো হয়ে ব্যবসায়ীদের দিকে মারমুখী হন এবং দুপক্ষের মাঝে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে কিছুক্ষণ পর দুপক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং অটোচালকরা পিছু হটেন। এর কিছুক্ষণ পর ফের তাদের ধাওয়া করে বন্দরবাজার ছাড়া করেন ব্যবসায়ীরা। এসময় অজস্র ইট-পাটকেল নিক্ষেপ করেন ব্যবসায়ীরা। এই হাতাহাতি, ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় সিটি মার্কেটের ৫টি দোকান ভাঙচুর করেন অটোচালকরা।

এ সংক্রান্ত ভিডিও দেখুন:


 অপরদিকে, ব্যবসায়ীরা প্রাইভেটকার ও অটোরিকশাসহ প্রায় ৪০টির মতো গাড়ি ভাঙচুর করেন। এসময় উভয়পক্ষের ১৫-২০ জন আহত হন। পরে বিকাল পৌনে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে এবং দুপক্ষকে নিয়ে বৈঠকে বসার প্রস্তুতি নেয়।

এদিকে, ঘটনার পর থেকে বন্দরবাজার এলাকা অবরোধ করে রাখেন অটোরিকশাচালকরা। জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ শাখা অটোরিকশা স্ট্যান্ডের কোষাধ্যক্ষ সালেহ আহমদ বলেন, ‘আমাদের অটোরিকশা ভাঙচুর হয়েছে। অসংখ্য অটোরিকশা ভাঙা হয়েছে। আমাদের অন্তত ৫০ থেকে ৬০ জন আহত হয়ে হাসপাতালে। আমরা সরকারের কাছে বিচার চাই। আমাদের কেউ যদি অন্যায় করে থাকে তাহলে আমাদের কমিটি আছে, প্রশাসন আছে তাদের জানানো যেত। আমাদের মাথা ভাঙবে কেন, আমাদের গাড়ি ভাঙবে কেন? নিশ্চয়ই এরা সরকারের বিরুদ্ধের মানুষ। সরকারকে বিপদে ফেলতে এসব করেছে।’

তিনি আন্দোলনের ঘোষনা দিয়ে বলেন, ‘এ ঘটনার প্রতিবাদে সিলেট জেলার ভেতর সব ধরণের যানবাহন অবস্থান নেবে ইনশাল্লাহ। বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরণের যানবাহন।’


 

এএফ/০৪