অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৪, ২০২৪
১১:০৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২৪
১১:০৪ অপরাহ্ন



অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা


অবসরে যাওয়া শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। এসময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সিলেট সদর উপজেলার ইসলামপুরের হযরত শাহজালাল (র.) উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায়ী সংবর্ধনা পাওয়া শিক্ষকরা হলেন হযরত শাহজালাল (র.) উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু গোপাল কৃষ্ণ রায়, সহকারী শিক্ষক মনসব আলী, সিনিয়র শিক্ষক বাবু রমেন্দ্র কুমার দাস ও সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম আমিন।

এমন আয়োজনের বিদায়ী শিক্ষকদের সহকর্মী,  শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীরাও উপস্থিত হন।  প্রিয় শিক্ষককে অশ্রুসজল নয়নে বিদায় দেন তারা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের।

বিদ্যালয়ের  মিলনায়তনে আয়োজিত বিদায় সংবর্ধনার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন বিদ্যালয়ের ২০০১ ব্যাচের ছাত্র শেখ ইমরান।

শিক্ষকতা জীবনের শেষ  সংবর্ধনা অনুষ্ঠানে তার সহকর্মীদের পাশাপাশি উপস্থিত হন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। 

এরপর বিদায়ী শিক্ষকদের  হাতে তুলে দেওয়া হয় সম্মানসূচক ক্রেস্ট।

অনুষ্ঠানে অবসরজনিত বিদায়ী শিক্ষকগণ তাদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণের পাশাপাশি নবীন শিক্ষকদের প্রতি ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের সুনাম ধরে রাখতে সম্মিলিতভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক লাহিন আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাশ, শিক্ষিকা মাহমুদা বেগম, আবুল ফজল তালুকদার, বিদ্যালয়ের কমিটির সদস্য আমিনুল ইসলাম।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচ  শিক্ষার্থী তারেক আহমদ চৌধুরী, ছায়েফ উদ্দিন জসিম, বুলু চন্দ্র দেব, ২০০১ ব্যাচের মিজানুর রহমান খান, দেলওয়ার হুসাইন মুন্না, চৌধুরী জাহিদ মালিক তানিম, আশিকুর রাজা, জুনেদ আহমদ জুনু, মোঃ ইব্রাহীম, লিমন আহমদ, রেজাউল ইসলাম রনি,ইমন কুমার দেব, রাকিব আহমদ, ২০০২ ব্যাচের লিটন নাথ, বেলাল আহমদ, বাদশাহ আহমদ, ২০০৩ ব্যাচের মো. শাখাওয়াত হোসেন, ২০০৭ ব্যাচের মো. আলাউদ্দিন, মো. মাসুদ আহমেদ ইমন, জবরুল ইসলাম, আব্দুল আউয়াল, ২০০৮ ব্যাচের সায়েম আহমদ, ২০১০ ব্যাচের শিহাব উদ্দিন, মো ফরহাদুর রহমান রুমেল, কায়সারুজ্জামান কায়সার, ২০১২ ব্যাচের আলিম উদ্দিন এবং ২০১৪ ব্যাচের আব্দুল আহাদ প্রমূখ।


এএফ/১২