সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৪
০৭:৩৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২৪
০৭:৩৩ অপরাহ্ন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জালালাবাদ থানার মইয়ারচরস্থ মাদরাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
পরে জুলুসোত্তর আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় গাউসিয়া কমিটির সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি এস. এ. এম. শহিদুল ইসলাম সেলিম সভাপতিত্বে বক্তব্য রাখেন- গাউসিয়া কমিটির প্রধান উপদেষ্ঠা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল ক্বাদেরী সহ আর অনেকে।
খতমে গাউসিয়া ও মিলাদ শরীফ শেষে বাংলাদেশসহ সমস্ত মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় করে মোনাজাত করা হয়।
এএফ/০৮