গোলাপগঞ্জে শোক শ্রদ্ধায় সাংবাদিক অজামিল চন্দ্র নাথকে স্মরণ

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৯, ২০২৪
০৩:১৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২৪
০৩:১৭ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে শোক শ্রদ্ধায় সাংবাদিক অজামিল চন্দ্র নাথকে স্মরণ


সাংবাদিক, লেখক ও সমাজসেবী অজামিল চন্দ্র নাথের স্মরণ সভায় বক্তারা বলেছেন, ‘সাংবাদিক অজামিল গোলাপগঞ্জ উপজেলার সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সৃষ্টিশীল সাংবাদিকতার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’ এসময় বক্তারা সাংবাদিকতার পাশাপাশি সমাজ সংস্কার ও শিক্ষার উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। 

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেল তিনটায় গোলাপগঞ্জ উপজেলার ধারাবহরে চন্দ্রনাথ পল্লীতে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক সিলেটের ডাকের গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক জয় রায় হিমেলের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক শুভ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক জাহিদ উদ্দিন।

অজামিল চন্দ্র নাথের স্মৃতিচারণ করে বক্তব্য দেন দৈনিক জৈন্তাবার্তার নির্বাহী সম্পাদক ফয়ছল আলম, গোলাপগঞ্জ উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রনধীর দেব নাথ, দৈনিক সমকালের গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি রতন মনি চন্দ, গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, বাংলাভিশন সিলেটের ক্যামেরা পার্সন আজমল আলী, বিশিষ্ট মুরব্বি বরদা চন্দ্র নাথ, দৈনিক সবুজ সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুছ, অজামিল চন্দ্র নাথের ছোট ভাই রিংকু চন্দ্র নাথ, সমাজসেবী কাওছার আহমদ, দৈনিক বাংলাদেশের খবরের  স্টাফ রিপোর্টার ইমরান আহমদ, গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক শান্ত দাস, সুলতান আবু নাসের, দৈনিক একাত্তরের কথা ও সিলেট প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাকিব আল মামুন ও সাংবাদিক রুবেল আহমদ।

এসময় বক্তারা বলেন, ‘অজামিল চন্দ্র নাথ গোলাপগঞ্জের সংবাদ ও সাংবাদিকতায় অনেক অবদান রেখে গেছেন। সৃষ্টিশীল সাংবাদিকতার মাধ্যমে সবার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। পাশাপাশি সমাজ সংস্কার ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

সভায় বক্তারা অজামিল চন্দ্র নাথের স্মৃতিচারণ এবং এ সময় তাঁর জীবন কর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে কান্নায় ভেঙে পড়েন। 

স্মরণ সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সুহৃদ রঞ্জন দাস, সহ সাধারণ সম্পাদক আবুল হাসনাত, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ, শিক্ষক অমল কান্তি দাস, সাংবাদিক আব্দুর রহমান হীরা, আমাদের প্রতিদিনের গোলাপগঞ্জ প্রতিনিধি আনোয়ার হুমায়ুন, দৈনিক যায় যায় দিনের গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: আব্দুল্লাহ, এনটিভি ইউরোপের গোলাপগঞ্জ প্রতিনিধি ফাহিম আহমদ, সাংবাদিক তামিম আহমদ, শিক্ষক সেবক তালুকদার, জহির খাঁন, জাকির হোসেন, আমান আহমদ, মিলাদ রহমান, লিটন দাস, সাংবাদিক পিয়াস পাল প্রমুখ।


এএফ/০২