সিলেট মিরর ডেস্ক
                        সেপ্টেম্বর ২১, ২০২৪
                        
                        ০৪:৩১ অপরাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২৪
                        
                        ০৫:১৮ অপরাহ্ন
                             	
                        
            
    অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আদালতে আসামির ওপর যেন হামলা না হয়, এ জন্য আমরা সকাল ৭টায় শুনানির ব্যবস্থা করেছি। কোনোমতেই একজন আসামিকে আদালত প্রাঙ্গণে হামলা করা যাবে না। আমরা ফ্যাসিস্ট কালচার থেকে বেরিয়ে আসতে চাই।’
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সারা দেশে ঢালাও এবং গায়েবি মামলার কালচার শুরু করেছিল।’ তিনি সেই কালচার থেকে বেরিয়ে আসতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন।
বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যারা বিচারক তারা সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন। কোনো রাজনৈতিক দলের হয়ে শপথ নেননি। কাজেই বিচার করবেন সংবিধান অনুযায়ী। বিচার বড় একটি মহৎ দায়িত্ব। এই দায়িত্ব পালনে কার্পণ্য করা যাবে না ‘
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার বক্তব্যে অভিযোগ করেন, ‘ফ্যাসিবাদের দোসররা এখনও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছেন।’
তিনি বলেন, ‘বিগতে দেড় দশকে গুম খুনের মাধ্যমে ভোট ও নাগরিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘৩৬ জুলাই থেকে কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়নি। যার কৃতিত্ব আইন উপদষ্টা ড. আসিফ নজরুলের। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের সরকার।’
এর আগে অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন। তিনি বিচারক নিয়োগ ও পদায়নে মেধার জয় দেখার আশাবাদ ব্যক্ত করেন। 
এএফ/০৩