শহীদ মুনির-তপন-জুয়েল স্মরণে সভা

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৪, ২০২৪
১০:৫৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২৪
১০:৫৮ অপরাহ্ন



শহীদ মুনির-তপন-জুয়েল স্মরণে সভা


শহীদ মুনির-তপন-জুয়েল স্মরণে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ,ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা সিলেট জেলার উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ জাসদ সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বাসদ সিলেট জেলার সদস্য সচিব প্রণবজ্যোতি পালের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন,সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক সুশান্ত সিনহা, বাংলাদেশ জাসদ সিলেট মহানগরের সহসভাপতি লালমোহন দাস,বাসদ সিলেট জেলার সদস্য নাজিকুল ইসলাম রানা,বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা.হারাধন দত্ত,বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার সংগঠক সঞ্জয় কান্ত দাস, শ্রমিকজোট জেলা সাধারণ সম্পাদক প্রবীর দে প্রমুখ।


স্মরণ সভার শুরুতে শহীদ মনির-তপন-জুয়েলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ,ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার নেতৃবৃন্দ। মনির-তপন-জুয়েলের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে  এক মিনিট নিরবতা পালন করা হয়। 

স্মরণসভায় আলোচকরা বলেন, মুনির-তপন-জুয়েল ছিল সিলেটের প্রগতিশীল রাজনীতির ধারক। অসাম্প্রদায়িক, শোষনমুক্ত সমাজ বিনির্মানে  অনুপ্রেরণা হলেন মনির-তপন-জুয়েল। সাম্প্রদায়িক ও ফ্যাসিষ্ট এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা ছিল অনন্য।


এএফ/০৫