শাবিতে নতুন ছাত্রউপদেষ্টা, প্রক্টর, প্রভোস্ট নিয়োগ, পুরনোদের অব্যাহতি

শাবিপ্রবি প্রতিনিধি


সেপ্টেম্বর ২৫, ২০২৪
০৩:২২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২৪
০৩:৩৫ অপরাহ্ন



শাবিতে নতুন ছাত্রউপদেষ্টা, প্রক্টর, প্রভোস্ট নিয়োগ, পুরনোদের অব্যাহতি


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন  ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর ও ছয় হলের প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে শূন্য থাকা প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো.মোখলেছুর রহমান ।

ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড মো এছাক মিয়া।

ছাত্রদের তিন হল ও ছাত্রীদের তিন হল মিলে মোট ৬টি হলে নতুন প্রভোস্ট হিসাবে নিয়োগ পেয়েছেন শাহপরান হলে এফইটি বিভাগের অধ্যাপক ড মো ইফতেখার আহমেদ,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড মো জামাল উদ্দিন,সৈয়দ মুজতবা আলী হলে রসায়ন বিভাগের ড মো সেলিম, প্রথম ছাত্রী হলে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ড দিলারা রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে সিইপি বিভাগের অধ্যাপক ড সালমা আখতার এবং বেগম সিরাজুন্নেসা হলে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড সাবিহা আফরিন। 

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকার পতনের পর একে একে পদত্যাগ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ ৮৩জন। ফলে দীর্ঘদিন ধরে শুন্য ছিল পদগুলো।


এএফ/০২