সিলেটে দুই দিনব্যাপী অটিজম বিষয়ক কর্মশালা সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৮, ২০২৪
১০:৫৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২৪
১০:৫৬ অপরাহ্ন



সিলেটে দুই দিনব্যাপী অটিজম বিষয়ক কর্মশালা সম্পন্ন


প্রতিবন্ধী শিশুদের বিশেষ করে অটিজম শিশুদের মানসিক বিকাশে সঠিক পরিচর্যার বিষয়ে এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে সিলেটে দুইদিন ব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে।

গার্ডিয়ান অ্যাসোসিয়েশন অব স্পেশাল চাইল্ডের আয়োজনে ২৭ ও ২৮  সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) ২০২৪ ইং  দুপুর ২ টা ৫ টা পর্যন্ত সিলেট মুসলিম  সাহিত্য সংসদে ( সাহিত্য আসর কক্ষ)  অটিজম বিষয়ক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রের শিশু বিশেষজ্ঞ ডা. শ্যামজয় দাশ, অধিকার বিডির সম্পাদক ও গার্ডিয়ান এসোসিয়েশন অব স্পেশাল চাইল্ডের উপদেষ্টা  প্রণব জ্যোতি  পাল,  আউশকান্দি ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক এ. কিউ. জাহেদ।

কর্মশালায় অটিজম মেনেজমেন্ট ও বিহেভিয়ার  থেরাপি,  এ. ডি. এইচ.  ডি.,  প্যারেন্টিং,  প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের  মানসিক স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। সিলেটে প্রথম বারের মতো অটিজম শিশুদের অভিভাবকদের সরব উপস্থিত ছিলেন। 

আলোচনায় করবেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্র এর চাইল্ড সাইকোলজিষ্ট সাদিয়া  আফরিন রুনা, সাইকোলজিষ্ট জাহানারা ইসলাম তিথি, সাইকোলজিষ্ট খলিল আহমদ মামুন, সাইকোলজিষ্ট মাসুমা খানম।



এএফ/০৫