সোনার দাম ভরিতে কমল ১২৫৯ টাকা

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৯, ২০২৪
০৩:২১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২৪
০৩:২১ অপরাহ্ন



সোনার দাম ভরিতে কমল ১২৫৯ টাকা

সোনার দাম ভরিতে কমল ১২৫৯ টাকা


দেশের বাজারে কয়েক দফা বাড়ার পর সোনার দাম কমেছে। এবার ভরিপ্রতি দাম কমেছে ১ হাজার ২৫৯ থেকে ৮৭৪ টাকা পর্যন্ত। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত মূল্য তালিকার নির্ধারিত দামে আজ থেকে বিক্রি হবে অলংকার তৈরির এ ধাতু।

বাজুসের মূল্য তালিকায় দেখা গেছে সবচেয়ে ভালোমানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। দাম কমেছে ১ হাজার ২৫৯ টাকা। ২১ ক্যারেটের ভরির দাম পড়বে ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা। প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ২০১ টাকা।

একই ভাবে ১৮ ক্যারেটের ভরিতে ১ হাজার ৩৮ টাকা কমে দাম হয়েছে ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা। আর সনাতন পদ্ধতির ভরিতে ৮৭৪ টাকা কমে দাম হয়েছে ৯২ হাজার ২৮৬ টাকা। সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

জিসি / ০৪