সিলেটে বিজিবির অভিযানে পৌনে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৩, ২০২৪
০১:০৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৪, ২০২৪
১২:৪৫ পূর্বাহ্ন



সিলেটে বিজিবির অভিযানে পৌনে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে প্রায় পৌণে এক কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে। অবৈধপথে আনা এসব পণ্যের মধ্যে রয়েে বেবি শ্যাম্পু, মেলনর ক্রিম ও ক্লপ জি ক্রিম। 

বুধবার (২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির একটি দল সীমান্ত এলাকায় বাবুরবাঁক নামক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

এসময় ইঞ্জিনচালিত একটি নৌকাও জব্দ করা হয়।  আটককৃত পণ্যের মধ্যে ৬ হাজার ৪৮০ পিস বেবি শ্যাম্পু, ৬ হাজার ৪৩৫ পিস মেলনর ক্রিম, ১১ হাজার ৪৬৬ পিস ক্লপ জি ক্রিম রয়েছে। এসবের বাজারমূল্য আনুমানিক ৭১ লাখ ৮১ হাজার ৪০০ টাকা বলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান পিএসসি। 


এএফ/০১