হকৃবির উপাচার্য সায়েমের কুশপুত্তলিকা দাহ, অবাঞ্চিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৩, ২০২৪
০৭:৪১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৫, ২০২৪
০৩:৫২ পূর্বাহ্ন



হকৃবির উপাচার্য সায়েমের কুশপুত্তলিকা দাহ, অবাঞ্চিত ঘোষণা


হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. সৈয়দ সায়েম উদ্দিনকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আন্দোলনের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল ও সায়েম উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেছেন আন্দোলনকারীরা। তারা সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য সায়েমকে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর অভিহিত করে নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিন করেন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সিকৃবির সমন্বয়ক মো. আজিজুল হক, মো. আল হোসাইন, কর্মচারী প্রতিনিধি মো. ফয়েজ আহম্মেদ, মো. আবদুল হামিদ, মো. শাহাব উদ্দিন, কর্মকর্তা প্রতিনিধি গাজী মো. জহিরুল ইসলাম, মো. নেয়ামত উল্যাহ, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক ড. সামিউল আহসান তালুকদার, অধ্যাপক ড. মাছুদুর রহমান, অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাত, অধ্যাপক ড. মাহবুব-ই-ইলাহী, অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অধ্যাপক ড. এমদাদুল হক, অধ্যাপক ড. সুলতান আহমেদ, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মাহবুব ইকবাল, অধ্যাপক ড. মো. কাওসার হোসেন, অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকী, অধ্যাপক ড. আব্দুল আজিজ, অধ্যাপক মো. আতাউর রহমান প্রমুখ।  

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের বিচার প্রক্রিয়া স্থগিতের দাবির প্রতিবাদ জানিয়ে বিবৃতিদানকারী, পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর সিকৃবির এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের শিক্ষক এই অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। তিনি একজন কট্টর আওয়ামী সমর্থক।  আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের (গশিপ) সাবেক সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আজীবন সদস্য, গশিপ মনোনিত প্যানেল থেকে বিএনপিপন্থী সাদা দলকে ভয় দেখিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সাবেক ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক, সাবেক পরিচালক গবেষণা প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ একজন কট্টর আওয়ামী সমর্থক। তিনি জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়া আওয়ামী সমর্থিত শিক্ষকদের শান্তি সমাবেশের উদ্যোক্তা ছিলেন সায়েম উদ্দিন।’

বক্তারা বলেন, ‘তিনি পতিত সরকারের আমলে সিকৃবিতে নিয়োগ প্রাপ্ত দুর্নীতিবাজ ভাইস-চ্যান্সেলরদের ব্যবহার করে সিকৃবিতে নিয়োগ বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির নজির স্থাপন করেন।’

এর আগে গত বুধবারও তার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


এএফ/০৫