সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৬, ২০২৪
০৮:১৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৭, ২০২৪
০১:১১ অপরাহ্ন



সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার


সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বার্তায় জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে ডিবির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এর আগে বিকালে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে, সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় তল্লাশী চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

২০১৫ সালে ঢাকার খিলগাঁওয়ে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যার ঘটনায় সম্প্রতি সাবের হোসেন চৌধুরীসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা হয়ে। গত ৪ সেপ্টেম্বর খিলগাঁও থানায় এই মামলা করেন নিহত জনির বাবা ইয়াকুব আলী।

এই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

সদ্য বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের এই সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাবের হোসেন চৌধুরী। তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সংসদ বিলুপ্ত করে রাষ্ট্রপতি। ফলে অন্য সবার মতো পদ হারান সাবের হোসেন চৌধুরীও।



এএফ/০৪