দুর্গাপূজা এবার আরও বেশি উৎসবমুখর হবে: ফয়সল চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৭, ২০২৪
০১:৫১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৭, ২০২৪
০১:৫১ অপরাহ্ন



দুর্গাপূজা এবার আরও বেশি উৎসবমুখর হবে: ফয়সল চৌধুরী


সিলেট-৬ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘এবার শারদীয় দুর্গাপূজা হবে আরও বেশী উৎসবমুখর পরিবেশে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবার সহযোগীতায় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা তাদের বৃহত্তম এ ধর্মীয় উৎসব পালন করবেন।’ তিনি বলেন, ‘প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন। পাশাপাশি প্রতিটি সচেতন মানুষও এ ব্যাপারে সার্বিক সহযোগীতা করবেন।’

রবিবার (৫ অক্টোবর) দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। তিনি আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

দুপুরের দিকে তিনি দলীয় নেতৃবৃন্দকে নিয়ে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিনের সর্বজনীন শ্মশানঘাট ও পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল সেন ও সাধারণ সম্পাদক উজ্জ্বল দেব টিটু। এছাড়াও উপস্থিত ছিলেন  গৌরা দেব, বিশু দেব, বিমলেন্দু ভট্রাচার্য্য, মানিক সূত্রধর, মিলন চন্দ, পল্লব ভট্রাচার্য্য, মনোজ কুমার দেব সম্ভু, বাবলু দেব, সুকমর দেব, অমৃত সূত্রধর প্রমুখ। বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহসভাপতি কফিল উদ্দিন, গোলাম কিবরিয়া, সহকারী যুব অফিসার আলমগীর ভূঁইয়া, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক জাকির খান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম খোকন, সহ-কোষাধ্যক্ষ জিয়া আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, উপজেলা যুবদলের সদস্য সালাউদ্দিন, মহসিন ইসলাম, নাসির আহমেদ ও যুবদল নেতা সারোয়ার হোসেন। 

ফয়সল আহমদ চৌধুরী এসময় বলেন, ‘বাংলাদেশ আবহমানকাল থেকেই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমরা সবাই নিজের ধর্মের প্রতি অনুগত, পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের প্রতিও আমাদের শ্রদ্ধার কোনো ঘাটতি নেই।’


পরে তিনি পনাইরচক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও  ছাত্র-ছাত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। 

বিকেলে ফয়সল চৌধুরী শরিফগঞ্জ ইউনিয়নের কাদিপুর উত্তরপাড়া পূজামণ্ডপ পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মতি লাল দাস। ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সুবোধ মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল চৌধুরী বলেন, সার্বজনীন দুর্গোৎসব এবার হবে সত্যিকারের উৎসবমুখর। এ ব্যাপারে আমরা সবাই সার্বিক সহযোগীতায় প্রস্তুত।

সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সিলেট জেলা যুবদলের সহ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাজান আহমদ, উপজেলা যুব বিষয়ক সম্পাদক এম এ আশিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাহাত চাকলাদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আহমদ মুন্না, ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ মারজান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাস্টার বিপ্লব দাস। 

আরও উপস্থিত ছিলেন, শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুরাব আলী, সাবেক সাধারণ সম্পাদক বাবুল আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা শওকত আলী, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ মারজান, ৯নং ওয়ার্ড সাবেক মেম্বার সিরাজ উদ্দিন, আওয়াল ডাক্তার, শাহাবউদ্দিন মৌওলা, পংকি মরি, ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল কাইয়ুম, জালাল উদ্দীন, নুরুল আমিন, তেরাব আলী, জয়নাল আবেদীন, রিজু মিয়া, জাসাসের সাধারণ সম্পাদক জাবের আহমদ, যুবদল নেতা আবেদ আহমদ, নওয়ুল ইসলাম, আপলাক মিয়া, রিংকু মিয়া, মোস্তাফা মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী বেলাল, সফুল ইসলাম, জিয়াউর রহমান, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক উসমান মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুনু মেম্বার, শ্রমিক দলের সভাপতি সেলিম উদ্দিন, ছাত্রনেতা মাহবুব, শাহি, শওকত আলী,মান্নাসহ আরও অনেকে।


এএফ/০৭