একমাস ৫ দিন পর ফের লামাকাজি সেতুর টোল আদায় শুরু

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১০, ২০২৪
০৪:২১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১০, ২০২৪
০৪:২১ পূর্বাহ্ন



একমাস ৫ দিন পর ফের লামাকাজি সেতুর টোল আদায় শুরু


সিলেটের বিশ্বনাথের লামাকাজি এম এ খান সেতুর টোল আদায় বন্ধ থাকার ১ মাস ৫ দিন পর ফের টোল আদায় শুরু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে এ সেতুর টোল আদায় শুরু হয়। দুপুরের পর থেকে উপজেলা প্রশাসনের সহায়তায় টোল আদায় কার্যক্রম শুরু করে সওজ কর্তৃপক্ষ। 

বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে লামাকাজি সেতুর টোল আদায় শুরু হয় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়।

এ সময় সড়ক ও জনপথ (সওজ) সিলেট বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী শাহাদাত হোসেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর এম এ খান সেতুর টোল আদায় বন্ধ করে দেন বিক্ষুব্ধরা। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায় হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর পরই সিলেটের গুরুত্বপূর্ণ এ সেতুর টোল প্লাজা বন্ধ করে দেন বিক্ষুব্ধরা।

গত ৫ আগস্টের পর থেকে এ সেতু থেকে কোনো টোল আদায় হয়নি। 

সিলেট সড়ক বিভাগের সরবরাহ করা তথ্যমতে, টোল আদায় করা হয় এমন সেতুর মধ্যে সবচেয়ে পুরনো সেতু হচ্ছে সিলেট-সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলায় অবস্থিত লামাকাজি এম এ খান সেতু। ১৯৮৪ সালে নির্মিত সেতুতে ব্যয় হয় ৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকা। ১৯৯০ সালের ৩ আগস্ট থেকে টোল আদায় অব্যাহত রয়েছে।


এএফ/০২