নগরের পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১০, ২০২৪
১০:১০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১০, ২০২৪
১০:১২ অপরাহ্ন



নগরের পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী


সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরের সার্বজনীন পূজামন্ডপ, বাহুবল সার্বজনীন পূজা মন্ডব, বহর সার্বজনীন পূজা মন্ডব, চামেলীবাগ সার্বজনীন পূজা মন্ডব, শ্যামসুন্দর জিউর আখড়া, মুড়িলা সার্বজনীন পূজা মন্ডব দেবপুর পরিদর্শন করেন।

এ সংক্রান্ত অন্য সংবাদ:

দুর্গাপূজায় সাবেক মেয়র আরিফুল হকের শারদীয় শুভেচ্ছা

পরিদর্শন শেষে আরিফুল হক চৌধুরী বলেন, ‘উৎসবমুখর পরিবেশে সিলেট নগরে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। নানা জাতি ধর্ম বর্ণের মানুষের একত্র বসবাসের কারণে সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান। সম্প্রীতির অতীত সেই ঐতিহ্য অটুট রেখে সিলেটের সকল পূজারী ও দর্শনার্থীরা শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করছেন।’

তিনি আশ্বস্ত করে বলেন, ‘শান্তিপূর্ণভাবে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমি আপনাদের পাশে আছি। সিলেট একটি আধ্যাত্মিক নগর। পূন্যভূমি সিলেটের শতবছরের ধর্মীয় সস্প্রীতির ইতিহাস রয়েছে।’

সিলেটের আবহমান কালের সম্প্রীতির যে ঐতিহ্য তা যাতে বজায় থাকে সেজন্য তিনি নগরবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন।


এএফ/০১