সিলেটের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শনে বাম দল সমূহের নেতৃবৃন্দ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১১, ২০২৪
০৩:২৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১১, ২০২৪
০৩:২৪ পূর্বাহ্ন



সিলেটের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শনে বাম দল সমূহের নেতৃবৃন্দ


সিলেট নগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১০অক্টোবর) বিকাল ৪টায় থেকে নগরের সনাতন যুব ফোরাম, চৈতালি সংঘ,মনিপুরী রাজবাড়ী, রামকৃষ্ণ মিশন,ভলরাউম জিউর আখড়া,গোপালটিলা সার্বজনীন পুজা মন্ডপ সহ বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।

পুজামন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাংলাদেশ জাসদ সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, কমিউনিস্ট লীগ সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ, সাম্যবাদী আন্দোলনের অ্যাডভোকেট মহীতোষ দেব মলয়, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সিপিবি নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডা. হরিধন দাশ,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সিপিবি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান শিপু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পিনাক রঞ্জন দাস, ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ, প্রমূখ।

পুজামন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। সকল মানুষের অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর হয়ে উঠুক তা আমাদের সবার প্রত্যাশা।

 নেতৃবৃন্দ বলেন, সকল অশুভ শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস এই মুহূর্তে খুবই প্রয়োজন। যাতে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে।


এএফ/০৪