কোম্পানীগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৪
০৮:০৬ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৯, ২০২৪
০৮:০৬ পূর্বাহ্ন
সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ পেয়েছেন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. কামাল হোসেন।
এডিশনাল পিপি নিয়োগ পাওয়ায় এড. কামাল হোসেন কে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নেতৃবৃন্দ সহ কোম্পানীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।
এডভোকেট মো. কামাল হোসেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বপালন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের দায়িত্ব পালন করেছেন।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশে সিলেট আদালতে জিপি, পিপি, এডিশনাল পিপি ও এপিপি সরকারি এই আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়।
এএফ/০৫