সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪
০৬:৫৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২০, ২০২৪
০৬:৫৪ অপরাহ্ন
সিলেটে বৃষ্টির আভাস নেই, কমবে রাতের তাপমাত্রা
সিলেটেসহ দেশের কোথাও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময় দিনের তাপমাত্রা বাড়লেও রাতে কমতে পারে বলে জানায় সংস্থাটি। রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অফিস আরো জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
জিসি / 02