জৈন্তাপুরে ট্রাকে পাথরের নিচে ১৮০ বস্তা চিনি

জৈন্তাপুর প্রতিনিধি


অক্টোবর ২০, ২০২৪
০৩:০৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২০, ২০২৪
০৩:০৪ অপরাহ্ন



জৈন্তাপুরে ট্রাকে পাথরের নিচে ১৮০ বস্তা চিনি


সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযানে পাথর বোঝাই ট্রাক থেকে ১৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে। এসময় একজনকে আটক করা হয়। 

আজ রবিবার (২০ অক্টোবর) ভোর ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফতেহপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এসব চোরাই চিনি জব্দ করা হয়। 

অন্য সংবাদ:

সিলেটে ১৫১২ ক্যান ভারতীয় কোমল পানীয় জব্দ, আটক ১

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেট-তামাবিল মহাসড়কের ফতেহপুর রাস্তার প্রবেশমুখে পাথর বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো -ট - ২২-৩৪৬০) আটক করে তল্লাশী চালানো হয়। এ সময় পাথরের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা অপর দুইজন আসামি পালিয়ে যায়। 

পুলিশ জানায় আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৮২ হাজার টাকা। 

অন্য সংবাদ:

জৈন্তাপুর ১৯ বিজিবি'র অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য আটক

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে পলাতক দুইজন সহ মোট তিনজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক হওয়া আসামি সোহেল রানাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।


আরকেএস-০১/এএফ-০২