সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২১, ২০২৪
০৪:১৭ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২১, ২০২৪
০৪:১৭ অপরাহ্ন
চাকরির সন্ধানে সিলেটে , আটক মিয়ানমারের এক নাগরিক
চাকরির সন্ধানে সিলেটে এসে আটক হয়েছেন মিয়ানমারের এক নাগরিক। গতকাল তাকে সিলেট থেকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। শনিবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী ঝিঙ্গালাবাড়ী এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন। আটক মো. আনিসুর রহমান (৪৮) মিয়ানমারের মাউংডো জেলার নোয়াপাড়া থানার বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, আটক আনিসুর রহমান জানিয়েছেন, ৭ বছর আগে মিয়ানমার থেকে তিনি কক্সবাজারে অনুপ্রবেশ করেন। এরপর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন। ভালো চাকরির সন্ধানে তিনি সম্প্রতি সিলেট আসেন। পরে বিজিবি আটক করে আনিসুর রহমানকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করে।
জৈন্তাপুর থানার ওসি জানান, আটক আনিসুরকে পুলিশ হেফাজতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।
জিসি / ০৩