সিকৃবি সংবাদদাতা
অক্টোবর ২৫, ২০২৪
০৮:২৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৫, ২০২৪
০৮:৩৪ অপরাহ্ন
দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে পঞ্চমবারের মতো অনুষ্ঠেয় কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় সিকৃবি কেন্দ্রে অনুপস্থিতির হার ছিল ৪৮ দশমিক ৫৭ শতাংশ।
আজ শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সারাদেশে কৃষি গুচ্ছের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবছর মোট আটটি মূল কেন্দ্র ও ৩টি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৩০ অক্টোবরের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল দেয়ার কথা রয়েছে বলে ভর্তি কমিটি সূত্রে জানা গেছে।
এবারের গুচ্ছভূক্ত নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ৩ হাজার ৭১৮টির আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৭৫ হাজার ১৭ জন। এরমধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চার হাজার ২১০ জন পরীক্ষার্থীর আসন পড়লেও ভর্তি পরীক্ষায় দুই হাজার ১৬৫ জন উপস্থিত ছিলেন। সেই হিসেবে উপস্থিতির হার ৫১ দশমিক ৪৩ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিকৃবির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ও শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল।
এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের হল সমূহ পরিদর্শন করেন। এসময় সিকৃবির কৃষিগুচ্ছ ভর্তি পরিক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর ড. মো. মোজাম্মেল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এমদাদুল হক ও বিভিন্ন অনুষদের ডিনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বের সংবাদ: মধ্যরাতে সিকৃবি রণক্ষেত্র, গভীর রাতে কমিটি বিলুপ্ত |
ভর্তি পরিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম বলেন,
বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে এটিই আমার প্রশাসনিক ভাবে প্রথম দায়িত্ব পালন যা আমরা সফলভাবে ভর্তি পরিক্ষা সম্পন্ন করতে পেরেছি। গতরাতে একটা আকস্মিক অঘটন ঘটলেও ভর্তি পরীক্ষায় এর কোন প্রভাব পড়েনি। হলে পরীক্ষার্থীদের উপস্থিতির হার সন্তোষজনক ছিল। আমরা পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় থেকে দুইটি বাস বিভিন্ন রুটে চলাচল করছে । পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা সহায়তায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাজ করছে।