সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৪
০৩:৫২ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৯, ২০২৪
০৩:৫২ পূর্বাহ্ন
গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সদস্যসচিব টিপু সুলতানের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, গত শনিবার (২৬ অক্টোবর ) রাত একটায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
রবিবার (২৭ অক্টোবর) দুপুর ২ ঘটিকা সময় ঘোগারকুল জামে মসজিদ এর মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এএফ