সাগরদীঘিরপাড়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতি‌বেদক


নভেম্বর ০৩, ২০২৪
০২:১২ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৩, ২০২৪
০৫:৫০ অপরাহ্ন



সাগরদীঘিরপাড়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ২


সিলেট নগরের সাগরদীঘিরপাড় এলাকায় শাওন (১৮) খুনের ঘটনার মামলার দুই অভিযুক্তকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরখান থানার সামুলখার কমপ্লেক্স থেকে র‌্যাবের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট নগরের বাগবাড়ি এলাকার নুরুল আমিনের ছেলে সেলিম আহমদ ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)। 

বিষয়টি নিশ্চিত করে সি‌লেট মহানগর পু‌লি‌শের অ‌তি‌রিক্ত উপকমিশনার (গণমাধ‌্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘সাগরদিঘীরপাড়ে খুনের ঘটনার পর থে‌কেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কারা কারা সংশ্লিষ্ট ছিল তাদের সনাক্ত করা হয়েছে। সনাক্তের পর তাদের মুভমেন্ট পর্যালোচনা করা হচ্ছিল। তারা যে সিলেট থেকে ঢাকা চলে গেছে সেটা আমরা বেশ কয়েকদিন আগে টের পেয়েছি।’

আসামিদের ধরতে সিলেট থেকে এসএমপির একটি দল ঢাকায় যায় জানিয়ে তিনি বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা  মো. জু‌নেদ আহমদের নেতৃ‌ত্বে এক‌টি টিম ঢাকায় যান আসামিদের গ্রেপ্তার করতে। সেখানে র‌্যাবের কর্মকর্তার সঙ্গে তাঁর পরিচয় থাকার তাদের সহায়তা নিয়ে তাদের গ্রেপ্তার করেন।’

শুক্রবার রাতেই তা‌দের নি‌য়ে সি‌লে‌টের উ‌দ্দেশ্যে রওয়ানা দেওয়া হয় জা‌নিয়ে তি‌নি ব‌লেন, ‘গ্রেপ্তারকৃত দুজনকে সি‌লেটের কো‌তোয়ালী থানায় আনা হ‌য়ে‌ছে। র‌বিবার তা‌দের আদাল‌তে তোলা হ‌বে।’

সিলেট নগরের সাগরদীঘিরপার এলাকার ১১ নম্বর গলির মুখে গত ১৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোর গ্যাংয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হন শাওন। হত্যার কারণটা খুব তুচ্ছ। সমবয়সীকে নাম ধরে ডেকে ফেলা, যার মাসুল দিতে হয় জীবন দিয়ে। ঘটনার পরদিন শাওনের বড় ভাই শিমুল সিলেটের কোতোয়ালি থানায় ছয়জনের নাম উল্লেখ করে আরো চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। খু‌নের ঘটনার প্রায় ১৪ দিন পর অ‌ভিযুক্ত‌দের ২ জন‌কে গ্রেপ্তার করল পু‌লিশ।



এএফ/০২