কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ০৩, ২০২৪
০২:১৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৩, ২০২৪
০২:১৭ পূর্বাহ্ন
সিলেটে কোম্পানীগঞ্জ ইসলামী সমাজকল্যাণ পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) দুপুর ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলা সদরে কোম্পানীগঞ্জ ইসলামী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় ও সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার মোগলাগাঁও দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ফয়জুর রহমান, শিক্ষক নেতা আবুল খায়ের, ইছাকালস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, অ্যাডভোকেট বদরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আজমান আলী, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু তোরাব, কোম্পানীগঞ্জ ইসলামী সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলাম, মাওলানা শামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু জাফর দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ইমাদ, সাবেক ছাত্রনেতা এহসান উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ইসলাম একটি পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামী শরীয়তে রয়েছে মানব জীবনের সকল বিষয় সম্পর্কে সুস্পষ্ট আইন ও বিধান। ইসলামের পূর্নাঙ্গ ব্যবস্থায় রয়েছে ইবাদাত, নৈতিক চরিত্র, আকীদা-বিশ্বাস এবং মানুষের পারস্পরিক সম্পর্ক ও কাজকর্ম এবং লেনদেন পর্যায়ে সুস্পষ্ট বিধান। ইসলামের আলো সমাজ ও রাষ্ট্রে পৌঁছে দেওয়ার পাশাপাশি মানবতার কল্যাণে কাজ করতে ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দ ও কর্মীরা সব সময় প্রস্তুত আছে।
এসময় উপস্থিত ছিলেন পাড়ুয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক বরকত উল্লাহ, কলাবাড়ী হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ মানুষ মাওলানা শামীম সিদ্দিকী।
এএফ/০৩