ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ০৩, ২০২৪
০৩:৪৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৩, ২০২৪
০৩:৪৬ পূর্বাহ্ন
ফেঞ্চুগঞ্জের ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২ নভেম্বর) বিকালে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপিরসহ সভাপতি সাহাদ মিয়া মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা সাড়ে ১৫ বছর খুনি হাসিনার প্রতিহিংসা, নির্যাতনের শিকার ছিলাম। আন্দোলনের সময় আমাদের প্রত্যেকে হামলা-মামলার শিখার হয়েছি। আমরা আমাদের ছয়’শ নেতাকর্মীকে হারিয়েছি। আমাদের হাজার হাজার জনতাকে পঙ্গুত্ব বরন করতে দেখেছি।আমাদের আন্দোলন থেমে যায়নি। যতদিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন আন্দোলন চালিয়ে যেতে হবে।’
তিনি নেতাকর্মীদের দলের শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, ‘দলের শৃঙ্খলা বর্হিভূত কোন আচরণ করা যাবে না। যে দলের শৃঙ্খলা ভঙ্গ করবে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা শাহীন আহমদ ও সজিবুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন গোলাম রব্বানী, কোহিনূর আহমদ, অধ্যক্ক নিজাম উদ্দিন, মাহবুবুল আলম, মনজুরুল ইসলাম মন্জু, রাহাদ আহমদ, আরিফ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রবাসী নেতা হাজী হাবীব, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী, এডভোকেট সাইদ আহমদ, মুজিবুর রহমান চেয়ারম্যান, আজাদ মিয়া,বেলাল মেম্বার,রাশেদুল হাসান রাসেদ,হাবিবুর রহমান মুসা,বদরুল ইসলাম,হুমায়ুন আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মুহিব উদ্দিন বেলাল, আসাদুর রহমান রুহেল, টিপু,রাজু আহমদ, তুহিন চৌধুরী, গিয়াস উদ্দিন, জাকির চৌধুরী, জুলহান চৌধুরী প্রমুখ।
এসএসি-০১/এএফ-০৪