সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৩, ২০২৪
০৪:৩১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৩, ২০২৪
১১:৪৮ অপরাহ্ন
আবু জাফরকে সভাপতি ও প্রণব জ্যোতি পালকে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা কমিটি গঠন করা হয়েছে। দলের জেলা শাখার কাউন্সিলে এ কমিটি গঠন করা হয়।
পরে জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যের মধ্যে রত্না বসাক, শহীদ আহমদ, বেলাল হোসেনকে সহ-সভাপতি , মনজুর আহমদকে সহ-সাধারণ সম্পাদক, মামুন বেপারিকে সাংগঠনিক সম্পাদক, তুহিন আহমদকে দপ্তর সম্পাদক, জাহেদ আহমদকে অর্থ সম্পাদক করা হয়।
১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, আনোয়ার হোসেন, হারুন রশিদ, সিমান্ত রায়, নুরুল ইসলাম, দিলীপ হালদার, জুয়েল আহমদ।
গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল তিনটায় নগরের আম্বরখানা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবীব বুলবুল।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় কাউন্সিলে বক্তব্য দেন মনজুর আহমদ, মামুন বেপারি, শহীদ আহমদ, নুরুল ইসলাম,সিমান্ত রায়, জাহেদ আহমদ, জুয়েল আহমদ, ইয়াছিন আহমদ, প্রমূখ।
কাউন্সিল অধিবেশনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব বুলবুল বলেন, ‘শ্রমজীবী মানুষ জীবন দেয় অধিকার আদায়ের আশায় আর শ্রম দেয় উৎপাদন বৃদ্ধির আশায়। কিন্তু ন্যায্য মজুরি এবং অধিকার উভয় ক্ষেত্রেই সে বঞ্চিত থাকে বারবার।‘
তিনি আরও বলেন, ‘ছাত্র-শ্রমিক জনতার গণ অভ্যুত্থানেও শত শত শ্রমিক জীবন দিয়েছে,আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। অন্তবর্তীকালীন সরকার হয়েছে তা প্রতিষ্ঠায় শ্রমজীবী মানুষের রক্ত আছে। ফলে তাদের দাবি যেন অস্বীকার করা না হয়।’
এএফ/০৫