ইয়াং স্টার ক্লাব কার্যালয়ের উদ্বোধন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৩, ২০২৪
০৭:৫৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৩, ২০২৪
০৭:৫৫ পূর্বাহ্ন



ইয়াং স্টার ক্লাব কার্যালয়ের উদ্বোধন


‘মানবতাই আমাদের লক্ষ্য’ স্লোগান সামনে রেখে যাত্রা শুরু করা ইয়াং স্টার ক্লাব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ইসলামপুর বাজার  অন্ধকল্যাণ মার্কেট দ্বিতীয় তলায় ক্লাব কার্যালয়ের উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে হাফিজ মাওলানা মোখলেছুর রহমানের দোয়া ও তেলাওয়াত পাঠ করেন। 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ লাহিন উদ্দিন, মো. বাহারুল ইসলাম বাহার, মতিউর রহমান রিপন, অভিজিৎ দে সুমন, জাহিদ মালিক তানিম 

জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক, আহমদ আলী খান সুমন, সহ-সভাপতি, জুয়েদ হোসেন মিনু,  নজরুল ইসলাম রুবেল,  সাংগঠনিক সম্পাদক, মো. রুকন মিয়া, এস এম সোয়েব সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ আহমদ ইমন, লিটন আহমদ, সাহেদ আহমদ, আমিনুল ইসলাম সোহাগ, ফরহাদুর রহমান রুমেল, রউফুজ্জামান মো. আবু হানিফ, হামিদ, নাঈম আহমদ, সৈয়দ রাসেল,  মো. রমজান, মো. জালাল আহমদ, মো. বেলাল আহমদ,  তারেক আহমদ, সুহেল আহমদ, আবুল বাশার,  প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন অন্ধকল্যান বাজার কমিটির সভাপতি ইমানী মিয়া, উপদেষ্টাসহ ক্লাবের অন্যান্য সদসগণ ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং পূর্বের চেয়ে আরো বেশি বেশি মানব সেবায় ক্লাব তাদের কার্যক্রম পরিচালনার আশা ব্যক্ত করেন।  ক্লাব সভাপতি মাসুদুর রহমান মাসুদ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

ইয়াং স্টার ক্লাব  সমাজের অবহেলিত মানুষের আর্থিক অনুদান, রক্ত দান কর্মসূচী,ফ্রী মেডিকেল ক্যাম্প,  কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, মেধা বৃত্তি পরীক্ষা, খাদ্য বিতরণ, শীতে কম্বল বিতরণ  ও অবকাঠামো কাজে অবদানের লক্ষে কাজ করে যাচ্ছে ২০০২ সালে ২৬ শে মার্চ প্রতিষ্ঠা কাল থেকে শুরু করে  ধারাবাহিকভাব অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে ।



 এএফ/০৩