নাসির বদলি, গোলাপগঞ্জের নতুন ওসি মনিরুজ্জামান

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৩, ২০২৪
০৮:০৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৪, ২০২৪
০৮:২৪ পূর্বাহ্ন



নাসির বদলি, গোলাপগঞ্জের নতুন ওসি মনিরুজ্জামান


সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আবদুন নাসেরকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লাকে। মীর নাসেরকে গোলাপগঞ্জ থানার ওসি থেকে সিআইডিতে বদলি করা হয়েছে।  

শনিবার (২ নভেম্বর) সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাঁকে গোলাপগঞ্জে পদায়ন করা হয়।

একই আদেশে পুলিশ পরিদর্শক মো. আশরাফ উজ্জামানকে সিলেট জেলা গোয়েন্দা শাখার উত্তর জোনে পদায়ন করা হয়েছে।

গোলাপগঞ্জের নতুন ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা গত ২৭ অক্টোবর ও মো. আশরাফ উজ্জামানকে ১৭ অক্টোবর পৃথক অফিস আদেশে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সিলেট রেঞ্জ কার্যালয়ে বদলি করা হয়।

এদিকে ২৭ অক্টোবর পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এর পার্সোনেল ম্যানেজমেন্ট-২ এর এক প্রজ্ঞাপনে গোলাপগঞ্জের ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসেরকে সিআইডি বদলি করা হয়েছে।


এএফ/০৭