জৈন্তাপুর প্রতিনিধি
নভেম্বর ০৩, ২০২৪
০৯:১৩ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৩, ২০২৪
০৯:১৪ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৯ ক্যান ভারতীয় বিয়ারসহ ১জনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম শাহিন উদ্দিন (২০)। তিনি নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত গৌরিশঙ্কর এলাকার পশ্চিম বিড়াখাই গ্রামের এরশাদ আলির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২রা নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টায় গোপন সংবাদেরভিত্তিতে তামাবিল মহাসড়কে মাহুতহাটি এলাকায় অভিযান চালিয়ে বাঁধন মোটরসাইকেল সার্ভিসিংয়ের সামনের রাস্তা থেকে শাহিনকে আটক করে পুলিশ। এ সময় তার নিকট হতে ১৯ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার ২০০ টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয় বলে তিনি নিশ্চিত করেন।
আরকেএস-০১/এএফ-০৯