গোয়াইনঘাটে প্রশাসনের অভিযানে কোটি টাকার পাথর জব্দ

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৪, ২০২৪
০৯:০৩ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৪, ২০২৪
০৯:০৩ পূর্বাহ্ন



গোয়াইনঘাটে প্রশাসনের অভিযানে কোটি টাকার পাথর জব্দ


বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আহ্বানে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আনুমানিক ১ লাখ ঘন ফুট পাথর ও ৮টি পাথর ভাঙ্গার মেশিন জব্দ করা হয়েছে। পাথরের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। 

রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। 

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রবিবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ বিছনাকান্দি বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬৩/এমপি হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির আহবানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে প্রশাসন, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে বিছনাকান্দি এবং আনফরভাংগা এলাকায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

উক্ত টাস্কফোর্স অভিযানে আনুমানিক ১ লাখ ২শত ঘনফুট পাথর এবং ৮ টি পাথর ভাঙ্গার মেশিন জব্দ করা হয়। জব্দকৃত ৪৫ হাজার ঘনফুট পাথর ও ৮ টি ভাঙ্গার মেশিন স্থানীয় ইউপি সদস্য মো. জালাল উদ্দিনের এবং ৫৫ হাজার ২০০ ঘনফুট পাথর ইউপি সদস্য মো. পাবলু মিয়ার জিম্মায় রাখা হয়েছে।

পাথরের মূল্য সম্পর্কে প্রশাসন থেকে কিছু না জানালেও বাজারে প্রতি বর্গফুট পাথরের দাম ১১০-১২০ টাকা ধরলে জব্দকৃত পাথরের মূল্য প্রায় ১  কোটি ২০ লাখ টাকা। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।


এএফ/০৩