নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০৪, ২০২৪
০৪:৫৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৪, ২০২৪
০৪:৫৬ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোছা. সমারুন নেছা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
নিহত সামারুন কোম্পানীগঞ্জ থানার ১ নম্বর পশ্চিম ইসলামপু ইউনিয়নের পাড়ুয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী।
আজ সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-ভোলাগহ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে ভোলাগঞ্জ টু সিলেটগামী পাড়ুয়া পাম্পের অনুমানিক ৫০ গজ উত্তরে পাকার রাস্তার উপর সামরুন বেগমকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ।
এএফ/০৪