সিলেট মহানগর বিএনপির কমিটিকে ফয়সল চৌধুরীর অভিনন্দন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৬, ২০২৪
০২:২৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৬, ২০২৪
০৩:১৬ পূর্বাহ্ন



সিলেট মহানগর বিএনপির কমিটিকে ফয়সল চৌধুরীর অভিনন্দন


সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি ও ইমদাদ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নব ঘোষিত সিলেট মহানগর বিএনপির কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপি নেতা ও সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে ফয়সল আহমদ চৌধুরী বলেন, নব ঘোষিত সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আগামীদিনগুলোতে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠায় এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে মহানগর বিএনপির নবঘোষিত কমিটি বলিষ্ট ভূমিকা রাখবে বলে আমি আশাবাদি।

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের পতন হলেও আন্দোলন সংগ্রাম শেষ হয়ে যায়নি। এখনো অনেক সংগ্রাম বাকি রয়েছে। এসব আন্দোলনে নতুন নেতৃত্ব জাতীয়তাবাদী চেতনাকে সামনে থেকে নেতৃত্ব দেবেন বলে আমার বিশ্বাস।’


এএফ/১০