কারামুক্ত হলেন সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৮, ২০২৪
০২:৩৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২৪
০২:৩৮ পূর্বাহ্ন



কারামুক্ত হলেন সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক

কারামুক্ত হলেন সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক


আদালত থেকে জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন সুনামগঞ্জ- ৫ আসনের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মুহিবুর রহমান মানিক। অসুস্থ্য ও বয়স বিবেচনায় আদালত আজ দুপুরে তাঁর জামিন মঞ্জুর করেন।

জামিনের পর বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার সময় কারাগার থেকে মুক্তি দেয়া হয় তাঁকে। মুক্ত হয়ে গণমাধ্যমে কোন কথা বলেননি মানিক।

গত ৭ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাবের একটি দল পাঁচ বারের সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর মধ্যে দুদিন রিমান্ডেও ছিলেন মানিক।

৪ আগস্টে সুনামগঞ্জ শহরের বাসস্টেশনে ছাত্র-জনতার উপর দায়ের করা মামলার তিন নম্বর আসামি ছিলেন তিনি।

জিসি / ০৩