তামাবিল স্থলবন্দরে ভারতীয় ট্যাংকারে অগ্নিকাণ্ড, আতঙ্ক

গোয়াইনঘাট প্রতিনিধি


নভেম্বর ০৯, ২০২৪
০৭:৫৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৯, ২০২৪
০৭:৫৫ অপরাহ্ন



তামাবিল স্থলবন্দরে ভারতীয় ট্যাংকারে অগ্নিকাণ্ড, আতঙ্ক


সিলেটের তামাবিল স্থল বন্দরে ভারত থেকে মিথানল নিয়ে আসা একটি ট্যাংকলরীতে অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। 

আজ শনিবার (৯ নভেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে এ সময় লরীতে মিথানল না থাকায় ভয়াবহ দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে তামাবিল স্থল বন্দর ও এর আশপাশের এলাকা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টায় ভারতীয় ট্যাংকলরী ( NLO-LA-H 9493) তে আগ্নীকান্ডের সূত্রপাত হয়। 

খবর পেয়ে জৈন্তাপুর ফায়ার সার্ভিস এবং ভারতের স্থলবন্দরের আরেকটি অগ্নিনির্বাপক গাড়ী এসে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ভারতীয় ট্রাংকারটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক আমিনুল হক বলেন, গত ৫ই নভেম্বর বাংলাদেশের মিথানল আমদানিকারক প্রতিষ্ঠান সামুদা স্প্রেক ক্যামিকেল লিমিটেডের নামে ৭টি গাড়ী তামাবিল স্থলবন্দরে প্রবেশ করে। পরে ল্যাবরেটরী পরীক্ষা শেষে শনিবার বাংলাদেশের ট্যাংকলরীতে ক্যামিকেলগুলো স্থানান্তর করা হয়। 

তিনি বলেন, আগুন লাগা গাড়ীটি সাতটি আমদানি হওয়া গাড়ীর সর্বশেষ গাড়ী ছিলো।

পুড়ে যাওয়া গাড়ীর চালক সারভান জানিয়েছেন গাড়ীর ভিতরে ওয়্যারিং শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। বাকিটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।


এএফ/০২