বিশ্ব জলবায়ু সম্মেলনে আজারবাইজান যাচ্ছেন প্রকাশক রাজীব চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৯, ২০২৪
০৮:১৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৯, ২০২৪
০৯:০২ অপরাহ্ন



বিশ্ব জলবায়ু সম্মেলনে আজারবাইজান যাচ্ছেন প্রকাশক রাজীব চৌধুরী


বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৯) যোগ দিতে আজারবাইজান যাচ্ছেন প্রকাশক ও লেখক রাজীব চৌধুরী।

রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে আটটার ফ্লাইটে তিনি আজারবাইজানের উদ্দেশে দেশ ছাড়বেন। 

আজারবাইজানের রাজধানী বাকুতে ১১ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। চৈতন‍্য প্রকাশনের সত্ত্বাধিকারী রাজীব চৌধুরী বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভেলিয়নসহ গ্রীন ও ব্লু জোনের বিশ্বের বিভিন্ন দেশের প্যাভেলিশনে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেবেন।

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা  ড. মোহাম্মদ ইউনুস, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ বাংলাদেশ সরকারের পদস্থ কর্মকর্তাসহ বাংলাদেশের পরিবেশবাদী সংগঠন ও প্রতিনিধিত্বশীল ব‍্যক্তিরা সম্মেলনে অংশ নেবেন।

আগামী ২২ নভেম্বর সম্মেলন শেষ হলে প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ফিরবেন রাজীব চৌধুরী।


এএফ/০৩