কানাইঘাটে নিখোঁজের সাত দিন পর মুনতাহার লাশ মিলল বাড়ির পুকুরে

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১০, ২০২৪
০৫:৪০ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১০, ২০২৪
০৫:০৯ অপরাহ্ন



কানাইঘাটে নিখোঁজের সাত দিন পর মুনতাহার লাশ মিলল বাড়ির পুকুরে


সিলেটের কানাইঘাট উপজেলায় নিখোঁজের সাত দিন পর শিশু মুনতাহা আক্তার জেরিনের (৫) লাশ পাওয়া গেছে। আজ সোমবার ভোররাত (১০ নভেম্বর) চারটার দিকে মুনতাহার নিজ বাড়ির পুকুরের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত ৩ নভম্বের (বুধবার) বিকেল তিনটা থেকে মুনতাহা নিখোঁজ ছিল।

মুনতাহা উপজেলার সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।

লাশের সন্ধান পাওয়ার বিষয়টি ভোররাত সাড়ে চারটার দিকে নিশ্চিত করেছেন মুনতাহার দাদা মো. ছালিক মিয়া।

এ সংক্রান্ত সংবাদ:

‘ধরা পড়ার ভয়ে ডোবায় পুতে রাখা মুনতাহার লাশ তুলে পুকুরে ফেলতে চেয়েছিলেন’

কানাইঘাট থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়ালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

এর আগে মুনতাহার পরিবার দাবি করে, তাকে পরিকল্পিতভাবে 'অপহরণ' করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছিল। ‘অপহরণকারীকে’ ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরুস্কারও ঘোষণা করেছিলো পরিবার।

গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে। পরে প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে হলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি।


এএফ/০১