শাবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৪
০৩:০৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১১, ২০২৪
০৮:০৩ অপরাহ্ন
করোনা মহামারী থেকে শুরু করে ভিসি বিরোধী আন্দোলন, কয়েকদফায় বন্যা, শিক্ষকদের কর্মবিরতি ও কোটা আন্দোলন এবং সর্বশেষ শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের ফলে সেশনজটের কবলে পরেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়টিতে সেশনজট কাটিয়ে উঠতে শিক্ষার্থীরা ৩টি সেমিস্টার ৪মাসে শেষ করার দাবি সহ মোট ৫টি দাবি জানিয়েছে।
আজ রবিবার (১০নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে দাবিগুলো উত্থাপন করেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সালেহ নাসিম বলেন, আমাদের মোট পাঁচটি দাবি আছে।প্রথমত, সাস্টকে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের করে এনে স্বতন্ত্র ভাবে বিভাগীয় পর্যায়ে আয়োজন করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, সেশনজট কমিয়ে আনতে ৩ সেমিস্টার ৪মাসে শেষ করতে হবে। আমাদের তৃতীয় দাবি হচ্ছে, আন্দলোনে হামলার সাথে ও অস্ত্র ও মাদকের সাথে জড়িত ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নিতে হবে।
আমাদের চতুর্থ দাবি হচ্ছে, ভর্তি প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা ও পোষ্যকোটা বাতিল করতে হবে। আমাদের পঞ্চম দাবি হচ্ছে, কেন্দ্রিয় লাইব্রেরিতে উন্মুক্ত রিডিংরুমের ব্যাবস্থা করতে হবে।
এসময় শিক্ষার্থীরা তাদের দাবির ব্যাখ্যা তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি বাস্তবায়নের আহবান জানান।
এনএ-০১/এএফ-০৩