একদিনের ব্যবধানে সিলেটে সোয়া কোটি টাকার চোরাই পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১১, ২০২৪
০১:৪৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১২, ২০২৪
১১:৪৫ অপরাহ্ন



একদিনের ব্যবধানে সিলেটে সোয়া কোটি টাকার চোরাই পণ্য আটক


বিজিবির অভিযানে একদিনের ব্যবধানে ফের ভারত থেকে অবৈধপথে আনা ১ কোটি ২১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকালে সিলেট ব্যাটলিয়ন ৪৮ বিজিবি এ তথ্য জানিয়েছে। এর আগে গত শুক্রবার বিজিবি এক কোটি টাকার পণ্য জব্দের তথ্য জানিয়েছিল।

বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের অধিনস্থ ৪৮ বিজিবি সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান চালায়। এসময় ৪১৮ পিস ভারতীয় শাড়ি, ৩৮ পিস লেহেঙ্গা, ৪১২ জোড়া জুতা, ৫ পিস কম্বল, ১১০ পিস সাবান, ৮৮ বোতল মদ জব্দ করে। পাশাপাশি ভারতের পাচারের সময় ৬০ কেজি রসুন, ২টি ট্রলি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৬টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি একুশ লাখ ৭২ হাজার দুইশত টাকা। 

পূর্বের সংবাদ:

সিলেটে ফের কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান পিএসসি। তিনি বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


এএফ/০৫