নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৪
১২:৫৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৬, ২০২৪
১২:৫৭ পূর্বাহ্ন
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে দায়ের মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শুক্রবার (১৫ নভেম্বর) ভোররাতে সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু এবং তথ্য ও গবেষণা সম্পাদক রুপম আহমদ।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম কর্মকর্তা) মো. মশিহুর রহমান সোহেল। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের এসএমপির কোতায়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।