কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ১৮, ২০২৪
০১:৫৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৮, ২০২৪
০১:৫৬ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে ট্রাক চাপায় কবির হোসেন (১৫) নামে মোটরসাইকেলের এক আরোহী কিশোর নিহত হয়েছেন। রবিবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে স্থানীয় সেবা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত কবির কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রাক ও ভোলাগঞ্জগামী অপর একটি ট্রাক সেবা ফিলিং স্টেশনের সামনে পরষ্পরকে অতিক্রম করছিল। এসময় ভোলাগঞ্জগামী ট্রাকের পেছনে থাকা বেপরোয়া গতির মোটরসাইকেল ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং চালক কবির ডান দিকে পড়ে গেলে বিপরীত দিক থেকে ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহীর কোনো ক্ষতি হয়নি। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘাতক ট্রাক চালককে আটকে কাজ করছে পুলিশ।’


কেএ-০১/এএফ-০৭